বন্ধুরা সবাই কেমন আছেন । আশা করি ভালো আছেন । আজকে আমরা কথা বলবো বিশ্বের শীর্ষ ০৫ জন ধনী ইউটিউবারদের নিয়ে । তাদের মোট সম্পত্তিকত এবং তাদের youtube চ্যানেলের নাম কি ? এবং তারা কি ধরনের কনটেন্ট তৈরি করে ।
আজকের এই পোস্টটি পড়লে আপনি অবাক হতে বাধ্য হবেন । তাই সম্পূর্ণ মনোযোগ সহকারে সম্পন্ন পোস্ট পড়ার আহ্বান রইল ।
আমাদের লিস্টে প্রথম রয়েছে Mr Beast ইউটিউব চ্যানেল ।
1. Mr Beast
এই চ্যানেলটির মালিকের নাম হচ্ছে James Stephen "Jimmy" Donaldson । তিনি একজন আমেরিকান ইউটিউবার । তার প্রায় ১০ থেকে ২০ টি ইউটিউব চ্যানেল রয়েছে ।এই চ্যানেলটিকে চেনে না এমন মানুষ কমই খুঁজে পাওয়া যাবে । যারা অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চকর ভিডিও পছন্দ করে তারা সব থেকে বেশি এই চ্যানেলটিকে চিনে থাকে ।
তার এক একটি ভিডিও তৈরি করতে সর্বনিম্ন ৫ থেকে ১০ কোটি টাকা ব্যয় হয় । তার সম্পদের পরিমাণ শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে । তার বর্তমান সম্পদের পরিমাণ ১ বিলিয়ান US Dollar যা বাংলা টাকায় প্রায় ১২ হাজার কোটি টাকা । ২০২৫ সালে মিস্টার বিস্ট ১ বিলিয়ন ইউএস ডলারের মালিক হয়েছেন । তিনি Ronaldo CR7 , Leonal Messi এবং শাহরুখ খানের চেয়েও বেশি সম্পদের মালিক ।
এক নজরে দেখে নিন ↓
Mr Beast |
Details |
সাবস্ক্রাইবার সংখ্যা : |
372 Million |
নাম : |
James Stephen "Jimmy" Donaldson |
বয়স : |
26 Years |
জন্মতারিখ : |
May 7 , 1998 |
সম্পত্তি : |
1 Billion US Dollar বা 12 হাজার কোটি টাকা
|
2. Cocomelon
পৃথিবীর দ্বিতীয় শীর্ষ ধনী ইউটিউবার হচ্ছে Cocomelon । এটি একটি আমেরিকান ইউটিউব চ্যানেল । এই চ্যানেলটির মালিক হচ্ছে ব্রিটিশ কোম্পানি Moonbug Entertainment । এই চ্যানেলে থ্রিডি এনিমেশন ভিডিও আপলোড করা হয় । এই চ্যানেলের ২০ টির মত ভিডিও ১০০ কোটি ভিউ রয়েছে । এই চ্যানেলটিতে বর্তমান সময়ে ১৯০ মিলিয়ন বা ১৯ কোটি সাবস্ক্রাইবার রয়েছে । বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে এই চ্যানেলটি 500 মিলিয়ন ডলার সম্পত্তি রয়েছে । যা বাংলাদেশী টাকায় প্রায় ৬০০০ কোটি টাকা ।
এক নজরে দেখে নিন ↓
Cocomelon |
Details |
সাবস্ক্রাইবার সংখ্যা : |
190 Million |
কোম্পানির নাম : |
Moonbug Entertainment |
ক্যাটেগরি : |
3D Cartoon Animation |
সম্পত্তি : |
৫০০ মিলিয়ন ডলার বা ৬০০০ কোটি টাকা
|
3. Kids Diana Show
এই ইউটিউব চ্যানেলটি পৃথিবীর তৃতীয় ধনী ইউটিউব চ্যানেল । ইউক্রেনের সব থেকে বড় ইউটিউব চ্যানেল । এই ইউটিউব চ্যানেলের মালিকের নাম হচ্ছে : Diana । মজার বিষয় হচ্ছে Diana এর বয়স মাত্র ৯ বছর । এই ৯ বছর বয়সে তার টোটাল ১৫ থেকে ২০ টি ইউটিউব চ্যানেল রয়েছে । Kids Diana Show ইউটিউব চ্যানেলটিতে 131 Million বা ১৩২ কোটি সাবস্ক্রাইবার রয়েছে । এই ইউটিউব চ্যানেলটিতে বেশিরভাগ ভিডিওতে ৫০০ মিলিয়ন এর উপর ভিউ রয়েছে ।
Diana এর পরিবারের কেউ নতুন জন্ম গ্রহণ করলেই ইউটিউবার হয়ে যায় । ইউটিউব চ্যানেলটির বর্তমান সম্পত্তি প্রায় 450 মিলিয়ন ডলার । যা বাংলাদেশ প্রায় ৫৪০০ কোটি টাকা । সম্পত্তির দিক দিয়ে তারা নেইমারকে পিছিয়ে দিয়েছে ।
এক নজরে দেখে নিন ↓
Kids Diana Show |
Details |
সাবস্ক্রাইবার সংখ্যা : |
131 Million |
নাম : |
Diana |
বয়স : |
9 Years |
সম্পত্তি : |
450 মিলিয়ন ডলার বা ৫৪০০ কোটি টাকা
|
4. Vlad Niki
পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ ধনী ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে Vlad Niki । এটি একটি বাচ্চাদের youtube চ্যানেল । বাচ্চাদের চ্যানেল এত ধনী হওয়ার পিছনে একটি কারণ রয়েছে । কারণটি হচ্ছে বর্তমান সময়ে বাচ্চাদের বাবা-মা ব্যস্ততার কারণে সময় দিতে পারে না তাই তাদের হাতে একটি মোবাইল ফোন ধরিয়ে দেয় । এই ধরনের ভিডিওতে বেশিরভাগ সময় ভাষার ব্যবহার করা হয় না । এজন্য এটি বিশ্বের খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বাচ্চাদের জন্য ।
এই চ্যানেলটি হচ্ছে রাশিয়ান এবং আমেরিকান একটি youtube চ্যানেল । এই চ্যানেলটিতে বাচ্চাদের আনন্দদায়ক বা ইন্টারটেইনমেন্ট ভিডিও আপলোড করা হয়ে থাকে । বর্তমানেই ইউটিউব চ্যানেলটিতে প্রায় 135 মিলিয়ন বা ১৩ কোটি ৫০ লাখ সাবস্ক্রাইবার রয়েছে । বর্তমানে এই ইউটিউব চ্যানেলটির সম্পত্তির পরিমাণ প্রায় 370 মিলিয়ন ডলার । যা বাংলাদেশী টাকাতে 4 হাজার 400 কোটি টাকা । এতগুলো সম্পদ শুধু ইউটিউবে ভিডিও বানিয়ে এই চ্যানেলটি আয় করেছে ।
এক নজরে দেখে নিন ↓
Vlad Niki |
Details |
সাবস্ক্রাইবার সংখ্যা : |
135 Million |
সম্পত্তি : |
370 মিলিয়ন ডলার বা ৪৪০০ কোটি টাকা
|
5. Like Nastya
পৃথিবীর ৫ নাম্বার ধনী ইউটিউবার হচ্ছে like Nastya । এই চ্যানেলটি রাশিয়া সব থেকে ধনী এবং বড় ইউটিউব চ্যানেল । তাদের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ১২৬ মিলিয়ন বা ১২ কোটি ৬০ লক্ষ । তারা এ সাবস্ক্রাইবার অর্জন করেছে মাত্র ৯২৯ টি ভিডিও আপলোড করে । তাদের tiktok , facebook, ইনস্টাগ্রাম সহ আরো বিভিন্ন আইডি রয়েছে । তাদের প্রায় ভিডিওতে ১০০ কোটি এর মত ভিউ রয়েছে। যাদের বাসাতে বাচ্চা বা ছেলে মেয়ে রয়েছে তারা বেশিরভাগ এই ইউটিউব চ্যানেলটি জেনে থাকেন । ইউটিউব চ্যানেলটি মাসে ৫ থেকে ১৫ কোটি টাকা আয় করে থাকে । তাদের পৃথিবী জুড়ে অনেক কমার্শিয়াল ব্যান্ড রয়েছে । তাদের বর্তমান সম্পত্তি প্রায় ২৬০ মিলিয়ন ডলার । যা বাংলা টাকায় পাই তিন হাজার কোটি টাকা ।
এক নজরে দেখে নিন ↓
Like Nastya |
Details |
সাবস্ক্রাইবার সংখ্যা : |
126 Million |
মাসিক আয় : |
৫ থেকে ১০ কোটি টাকা |
সম্পত্তি : |
260 মিলিয়ন ডলার বা ৩০০০ কোটি টাকা
|
শেষ বাক্য
আজকের মত এই পর্যন্তই যদি আপনাদের এই পোস্টটি পড়ে খুবই ভালো লেগে থাকে তাহলে আমাদের আরও বিভিন্ন পোস্ট রয়েছে যা আপনি পড়তে পারেন । সাইটের নিচে ইমেইল দিয়ে ফলো দিয়ে রাখতে পারেন নতুন নতুন আপডেট পেতে ।