২০২৫ সালে বিশ্বে সবচেয়ে ধনী ৫ ইউটিউবার কে ? । Top 5 Richest Youtuber in The World

 

বিশ্বের শীর্ষ ১০ জন ধনী ইউটিউবার কে কে ? ।‌ Top 10 Richest YouTuber In The World

বন্ধুরা সবাই কেমন আছেন । আশা করি ভালো আছেন । আজকে আমরা কথা বলবো বিশ্বের শীর্ষ ০৫ জন ধনী ইউটিউবারদের নিয়ে । তাদের মোট সম্পত্তিকত এবং তাদের youtube চ্যানেলের নাম কি ? এবং তারা কি ধরনের কনটেন্ট তৈরি করে । 

আজকের এই পোস্টটি পড়লে আপনি অবাক হতে বাধ্য হবেন । তাই সম্পূর্ণ মনোযোগ সহকারে সম্পন্ন পোস্ট পড়ার আহ্বান রইল ।

আমাদের লিস্টে প্রথম রয়েছে Mr Beast ইউটিউব চ্যানেল ।

1. Mr Beast

এই চ্যানেলটির মালিকের নাম হচ্ছে James Stephen "Jimmy" Donaldson । তিনি একজন আমেরিকান ইউটিউবার । তার প্রায় ১০ থেকে ২০ টি ইউটিউব চ্যানেল রয়েছে ।এই চ্যানেলটিকে চেনে না এমন মানুষ কমই খুঁজে পাওয়া যাবে । যারা অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চকর ভিডিও পছন্দ করে তারা সব থেকে বেশি এই চ্যানেলটিকে চিনে থাকে ।

 তার এক একটি ভিডিও তৈরি করতে সর্বনিম্ন ৫ থেকে ১০ কোটি টাকা ব্যয় হয় । তার সম্পদের পরিমাণ শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে । তার বর্তমান সম্পদের পরিমাণ ১ বিলিয়ান US Dollar যা বাংলা টাকায় প্রায় ১২ হাজার কোটি টাকা । ২০২৫ সালে মিস্টার বিস্ট ১ বিলিয়ন ইউএস ডলারের মালিক হয়েছেন । তিনি Ronaldo CR7 , Leonal Messi এবং শাহরুখ খানের চেয়েও বেশি সম্পদের মালিক ।

এক নজরে দেখে নিন ↓


Mr Beast Details
সাবস্ক্রাইবার সংখ্যা : 372 Million
নাম : James Stephen "Jimmy" Donaldson
বয়স : 26 Years
জন্মতারিখ : May 7 , 1998
সম্পত্তি : 1 Billion US Dollar বা 12 হাজার কোটি টাকা

2. Cocomelon

পৃথিবীর দ্বিতীয় শীর্ষ ধনী ইউটিউবার হচ্ছে Cocomelon । এটি একটি আমেরিকান ইউটিউব চ্যানেল । এই চ্যানেলটির মালিক হচ্ছে ব্রিটিশ কোম্পানি Moonbug Entertainment । এই চ্যানেলে থ্রিডি এনিমেশন ভিডিও আপলোড করা হয় । এই চ্যানেলের ২০ টির মত ভিডিও ১০০ কোটি ভিউ রয়েছে । এই চ্যানেলটিতে বর্তমান সময়ে ১৯০ মিলিয়ন বা ১৯ কোটি সাবস্ক্রাইবার রয়েছে । বিভিন্ন মিডিয়া রিপোর্ট  বলছে এই চ্যানেলটি 500 মিলিয়ন ডলার সম্পত্তি রয়েছে । যা বাংলাদেশী টাকায় প্রায় ৬০০০ কোটি টাকা ।

এক নজরে দেখে নিন ↓


Cocomelon Details
সাবস্ক্রাইবার সংখ্যা : 190 Million
কোম্পানির নাম : Moonbug Entertainment
ক্যাটেগরি : 3D Cartoon Animation
সম্পত্তি : ৫০০ মিলিয়ন ডলার বা ৬০০০ কোটি টাকা

3. Kids Diana Show

এই ইউটিউব চ্যানেলটি পৃথিবীর তৃতীয় ধনী ইউটিউব চ্যানেল । ইউক্রেনের সব থেকে বড় ইউটিউব চ্যানেল । এই ইউটিউব চ্যানেলের মালিকের নাম হচ্ছে : Diana । মজার বিষয় হচ্ছে Diana এর বয়স মাত্র ৯ বছর । এই ৯ বছর বয়সে তার টোটাল ১৫ থেকে ২০ টি ইউটিউব চ্যানেল রয়েছে । Kids Diana Show ইউটিউব চ্যানেলটিতে 131 Million বা ১৩২ কোটি সাবস্ক্রাইবার রয়েছে । এই ইউটিউব চ্যানেলটিতে বেশিরভাগ ভিডিওতে ৫০০ মিলিয়ন এর উপর ভিউ রয়েছে । 

Diana এর পরিবারের কেউ নতুন জন্ম গ্রহণ করলেই ইউটিউবার হয়ে যায় ।  ইউটিউব চ্যানেলটির বর্তমান সম্পত্তি প্রায় 450 মিলিয়ন ডলার । যা বাংলাদেশ প্রায় ৫৪০০ কোটি টাকা । সম্পত্তির দিক দিয়ে তারা নেইমারকে পিছিয়ে দিয়েছে ।


এক নজরে দেখে নিন ↓



Kids Diana Show Details
সাবস্ক্রাইবার সংখ্যা : 131 Million
নাম : Diana
বয়স : 9 Years
সম্পত্তি : 450 মিলিয়ন ডলার বা ৫৪০০ কোটি টাকা

4. Vlad Niki

পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ ধনী ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে Vlad Niki । এটি একটি বাচ্চাদের youtube চ্যানেল । বাচ্চাদের চ্যানেল এত ধনী হওয়ার পিছনে একটি কারণ রয়েছে । কারণটি হচ্ছে বর্তমান সময়ে বাচ্চাদের বাবা-মা ব্যস্ততার কারণে সময় দিতে পারে না তাই তাদের হাতে একটি মোবাইল ফোন ধরিয়ে দেয় । এই ধরনের ভিডিওতে বেশিরভাগ সময় ভাষার ব্যবহার করা হয় না । এজন্য এটি বিশ্বের খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বাচ্চাদের জন্য ।

এই চ্যানেলটি হচ্ছে রাশিয়ান এবং আমেরিকান একটি youtube চ্যানেল । এই চ্যানেলটিতে বাচ্চাদের আনন্দদায়ক বা ইন্টারটেইনমেন্ট ভিডিও আপলোড করা হয়ে থাকে । বর্তমানেই ইউটিউব চ্যানেলটিতে প্রায় 135 মিলিয়ন বা ১৩ কোটি ৫০ লাখ সাবস্ক্রাইবার রয়েছে । বর্তমানে এই ইউটিউব চ্যানেলটির সম্পত্তির পরিমাণ প্রায় 370 মিলিয়ন ডলার । যা বাংলাদেশী টাকাতে 4 হাজার 400 কোটি টাকা । এতগুলো সম্পদ শুধু ইউটিউবে ভিডিও বানিয়ে এই চ্যানেলটি আয় করেছে ।

এক নজরে দেখে নিন ↓



Vlad Niki Details
সাবস্ক্রাইবার সংখ্যা : 135 Million
সম্পত্তি : 370 মিলিয়ন ডলার বা ৪৪০০ কোটি টাকা

5. Like Nastya

পৃথিবীর ৫ নাম্বার ধনী ইউটিউবার হচ্ছে like Nastya । এই চ্যানেলটি রাশিয়া সব থেকে ধনী এবং বড় ইউটিউব চ্যানেল । তাদের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ১২৬ মিলিয়ন বা ১২ কোটি ৬০ লক্ষ । তারা এ সাবস্ক্রাইবার অর্জন করেছে মাত্র ৯২৯ টি ভিডিও আপলোড করে । তাদের tiktok , facebook, ইনস্টাগ্রাম সহ আরো বিভিন্ন আইডি রয়েছে । তাদের প্রায় ভিডিওতে ১০০ কোটি এর মত ভিউ রয়েছে। যাদের বাসাতে বাচ্চা বা ছেলে মেয়ে রয়েছে তারা বেশিরভাগ এই ইউটিউব চ্যানেলটি জেনে থাকেন । ইউটিউব চ্যানেলটি মাসে ৫ থেকে ১৫ কোটি টাকা আয় করে থাকে । তাদের পৃথিবী জুড়ে অনেক কমার্শিয়াল ব্যান্ড রয়েছে । তাদের বর্তমান সম্পত্তি প্রায় ২৬০ মিলিয়ন ডলার । যা বাংলা টাকায় পাই তিন হাজার কোটি টাকা ।

এক নজরে দেখে নিন ↓



Like Nastya Details
সাবস্ক্রাইবার সংখ্যা : 126 Million
মাসিক আয় : ৫ থেকে ১০ কোটি টাকা
সম্পত্তি : 260 মিলিয়ন ডলার বা ৩০০০ কোটি টাকা

শেষ বাক্য

আজকের মত এই পর্যন্তই যদি আপনাদের এই পোস্টটি পড়ে খুবই ভালো লেগে থাকে তাহলে আমাদের আরও বিভিন্ন পোস্ট রয়েছে যা আপনি পড়তে পারেন । সাইটের নিচে ইমেইল দিয়ে ফলো দিয়ে রাখতে পারেন নতুন নতুন আপডেট পেতে ।
Previous Post