টেলিগ্রাম থেকে ইনকাম করার ৫ উপায় - আইটি জীবন

How to make money in telegram

 

বর্তমান সময়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে টেলিগ্রাম । টেলিগ্রাম চেনেনা এমন মানুষ খুবই কম পাওয়া যাবে । এ টেলিগ্রামের মাধ্যমে আপনি তো অনেক ধরনের মাইনিং প্রজেক্ট এ কাজ করেছেন । আজকে না হয় মাইনিং এর বাইরে গিয়ে নতুন কোন মাধ্যমে ইনকাম করা শুরু করা যাক । 

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি পাঁচটি উপায় টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারেন । মাধ্যমগুলোতে কি কি প্রয়োজন সবকিছু শেয়ার করা হবে আজকে ।


টেলিগ্রাম থেকে আয় ইনকাম করার ৫টি উপায় কি কি ?

  • টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ইনকাম ।
  • টেলিগ্রাম বটের মাধ্যমে ইনকাম ।
  • টেলিগ্রামে পণ্য বিক্রি করে ইনকাম ।
  • লিংক শেয়ার করে ইনকাম । 
  • বিভিন্ন ধরনের কোর্স বিক্রি করে ইনকাম ।

টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ইনকাম 

টেলিগ্রামে যদি আপনার একটি চ্যানেল থাকে তাহলে আপনিও টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারবেন । টেলিগ্রাম থেকে ইনকাম করার অনেক ধরনের উপায় আছে এই উপায়গুলো এর মধ্যে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ইনকাম এটি একটি অন্যতম পদ্ধতি । টেলিগ্রাম চ্যানেল থেকে ইনকাম করার জন্য আপনাকে কিছু শর্ত মানতে হবে । শর্তগুলোর মধ্যে রয়েছে :
  1. চ্যানেলে সর্বনিম্ন ১০০০ সাবস্ক্রাইবার থাকতে হবে ।
  2. নিয়মিত পোস্ট করতে হবে ‌। (ঐচ্ছিক)
আপনার টেলিগ্রাম চ্যানেল মনিটাইজেশনের জন্য বা ইনকামের জন্য সর্বনিম্ন ১ হাজার এর বেশি সাবস্ক্রাইবার থাকতে হবে । ১০০০ সাবস্ক্রাইবার এর কম থাকলে আপনার চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন না ।  এক হাজার সাবস্ক্রাইবার কম থাকলে অন্য কোন পদ্ধতিতে ইনকাম করতে পারবেন কিন্তু এই পদ্ধতিতে ইনকাম করতে পারবেন না । এই পদ্ধতিতে ইনকাম করার জন্য আপনার কাছে সর্বনিম্ন এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে । ১ হাজার সাবস্ক্রাইবার থাকলে আপনার চ্যানেলে স্টাটিক্স একটি অপশন দেখতে পারবেন মনিটাইজ লেখা যদি সেটি এভেলেবেল থাকে তাহলে আপনার চ্যানেল মনটাইজেশন চালু রয়েছে এবং অবশ্যই খেয়াল রাখবেন চ্যানেলের একদম নিচে কোন অ্যাড শো করতেছে কিনা যদি করে তাহলে বুঝতে হবে আপনার টেলিগ্রাম চ্যানেলে ইনকাম হচ্ছে । 

পরবর্তী সময়ে আপনি জনপ্রিয় টোন (Ton) ক্রিপ্টো টোকেনের মাধ্যমে আপনি আপনার উপার্জিত ইনকাম আপনার পকেটে নিতে পারবেন । এগুলোর মধ্যে অনেক প্রসেস রয়েছে যেগুলো বিভিন্ন টিউটোরিয়াল ইউটিউবে অথবা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন । 

নিয়মিত পোস্ট করতে হবে এটি যত বেশি করবেন তত বেশি আপনার ইনকাম হবে কারণ । আপনার পোস্ট করার সাথে সাথে আপনার চ্যানেলে থাকা সাবস্ক্রাইবার আপনার পোস্টটি পড়তে আসবে । পোস্টটি পড়তে আসলেই সাবস্ক্রাইবার রা এড গুলো দেখতে পারবে। এড গুলো দেখার মাধ্যমে আপনার ইনকাম বেড়ে যাবে । যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার রা ভিজিট না করে তাহলে কখনোই আপনার ইনকাম আসবে না । 

এই পদ্ধতিতে আপনি যদি ভালো পরিমাণ সাবস্ক্রাইবার থাকে তাহলে মাস শেষে প্রায় দুই আড়াই লাখ টাকা ইনকাম করতে পারবেন ‌। ইনকামের আরো ধাপ জানতে নিচের পোস্টগুলো সম্পন্ন পড়ুন ।


২. টেলিগ্রাম বটের মাধ্যমে ইনকাম 

বর্তমান সময়ের বিভিন্ন মাইনিং প্রজেক্ট দেখতে পারবেন । এগুলোক বলা হয় মিনি বট বা মিনি অ্যাপ । এগুলোর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন । এর জন্য প্রয়োজন হবে আপনার একটি টেলিগ্রাম মিনি বট বা অ্যাপ । বর্তমান সময়ে Monetag Telegram Bot রয়েছে যেটি খুবই জনপ্রিয় এবং ভাইরাল । আপনি আপনার বটো ইউজারদের মনিটেগের এড দেখিয়ে নিজে উপার্জন করতে পারবেন এবং ইউজারদের পেমেন্ট করতে পারবেন অ্যাড দেখার জন্য । প্রতি মাসে আপনি আপনার উপার্জন তুলতে পারবেন । 

৩. টেলিগ্রাম পণ্য বিক্রি করে ইনকাম 

আপনার যদি একটি টেলিগ্রাম চ্যানেল অথবা গ্রুপ থাকে তাহলে আপনি আপনার পণ্য সেখানে শেয়ার করে বা বিক্রি করে উপার্জন করতে পারবেন । ধরুন আপনার একটি টি শার্ট রয়েছে । একটি বলতে অনেকগুলো রয়েছে একরকম ডিজাইনের শার্টের ডিজাইনটি খুবই জনপ্রিয় । এখন আপনি আপনার শার্ট একটু কম মূল্যে আপনার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করলেন । যদি আপনার সাবস্ক্রাইবার গুলো এই শার্টের প্রতি আগ্রহী হয় তাহলে আপনার  শার্ট টি ক্রয় করতে মেসেজ করবে । আপনি আপনার চ্যানেলের শার্ট এর প্রাইস এবং কন্টাক্ট ডিটেলস দিয়ে দিবেন যাতে ইউজাররা খুব সহজেই বা সাবস্ক্রাইবার রাখা খুব সহজেই আপনাকে মেসেজ করতে এবং যোগাযোগ করতে পারে ।

আপনি যেকোনো ধরনের পণ্য টেলিগ্রাম চ্যানেলে বিক্রি করতে পারবেন । যেমন : ডিজিটাল প্রোডাক্ট, টি শার্ট, ইলেকট্রিক প্রোডাক্ট ইত্যাদি ইত্যাদি । বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিজের মন মত এবং সাবস্ক্রাইবারদের চাহিদা মত প্রোডাক্ট বিক্রি করতে পারবেন । 

৪. লিংক শেয়ার করে ইনকাম 

লিংক শেয়ার করে ইনকাম বলতে বুঝানো হয়েছে । ধরেন আপনি একটি লিঙ্ক শেয়ার করলেন সেখানে যদি কেউ ক্লিক করে এবং সেই লিংকটি ভিজিট করে তাহলে সেখান থেকে আপনার ইনকাম জেনারেট হবে । 

এই লিংক গুলো কোথা থেকে পাব ?

এই লিংক গুলো আপনার বিভিন্ন অ্যাডস প্রোভাইডার থেকে পাবেন । এই লিংকটিকে বলা হয় ডাইরেক্ট লিংক (Direct Link) । এই ধরনের লিংক প্রোভাইডার অনেক রয়েছে এর মধ্যে জনপ্রিয় হচ্ছে : Adsterra, Monetag সহ আরো বিভিন্ন প্রতিষ্ঠান । এ ডাইরেক লিংক আপনি খুব সহজেই একটি অ্যাকাউন্ট খোলার পর তৈরি করতে পারবেন । এই নিয়ে আপনি হাজার হাজার টিউটোরিয়াল পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলে । যখন আপনার ডাইরেক্ট লিংকে কেউ ক্লিক করবে তখন আপনার ডলার ইনকাম হবে যা আপনি পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে উত্তোলন করতে পারবেন ।

৫. বিভিন্ন ধরনের কোর্স বিক্রি করে ইনকাম 

কোর্স বিক্রি করার জন্য অবশ্যই আপনার কাছে একটি কোর্স প্যাকেজ বা ভিডিও থাকতে হবে । যদি আপনার কাছে কোর্স ই না থাকে তাহলে আপনি বিক্রি করবেন কি । যদি আপনি আপনার কাছে বিভিন্ন ইনকামের নলেজ থাকে তাহলে সেই নিয়ে আপনি একটি কোর্স তৈরি করতে পারেন । অথবা ফেসবুকে বিভিন্ন ধরনের কোর্স কিনতে পাওয়া যায় যেগুলো খুবই জনপ্রিয় সেগুলো আপনি ক্রয় করে সেগুলো বিক্রি করতে পারেন । কোর্সগুলো একবার কিনলেই হয়ে যায় বারবার কিনতে হয় না বিভিন্ন প্রোডাক্ট এর মত । এটি একবার কিনলে আপনি আজীবন বিক্রি করতে পারবেন । আপনি বিভিন্ন ধরনের কোর্স ক্রয় করে বা নিজে বানিয়ে বিক্রি করে টাকা উপার্জন করতে পারেন । 

এ ধরনের আরো বিভিন্ন টিপস পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন এবং ওয়েবসাইটের নিচে ইমেইল সাবমিট দিয়ে ফলো দিয়ে রাখতে পারেন ।
Next Post Previous Post