টেলিগ্রাম থেকে ইনকাম করার ৫ উপায় - আইটি জীবন
বর্তমান সময়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে টেলিগ্রাম । টেলিগ্রাম চেনেনা এমন মানুষ খুবই কম পাওয়া যাবে । এ টেলিগ্রামের মাধ্যমে আপনি তো অনেক ধরনের মাইনিং প্রজেক্ট এ কাজ করেছেন । আজকে না হয় মাইনিং এর বাইরে গিয়ে নতুন কোন মাধ্যমে ইনকাম করা শুরু করা যাক ।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি পাঁচটি উপায় টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারেন । মাধ্যমগুলোতে কি কি প্রয়োজন সবকিছু শেয়ার করা হবে আজকে ।
টেলিগ্রাম থেকে আয় ইনকাম করার ৫টি উপায় কি কি ?
- টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ইনকাম ।
- টেলিগ্রাম বটের মাধ্যমে ইনকাম ।
- টেলিগ্রামে পণ্য বিক্রি করে ইনকাম ।
- লিংক শেয়ার করে ইনকাম ।
- বিভিন্ন ধরনের কোর্স বিক্রি করে ইনকাম ।
টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ইনকাম
টেলিগ্রামে যদি আপনার একটি চ্যানেল থাকে তাহলে আপনিও টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারবেন । টেলিগ্রাম থেকে ইনকাম করার অনেক ধরনের উপায় আছে এই উপায়গুলো এর মধ্যে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ইনকাম এটি একটি অন্যতম পদ্ধতি । টেলিগ্রাম চ্যানেল থেকে ইনকাম করার জন্য আপনাকে কিছু শর্ত মানতে হবে । শর্তগুলোর মধ্যে রয়েছে :
- চ্যানেলে সর্বনিম্ন ১০০০ সাবস্ক্রাইবার থাকতে হবে ।
- নিয়মিত পোস্ট করতে হবে । (ঐচ্ছিক)
পরবর্তী সময়ে আপনি জনপ্রিয় টোন (Ton) ক্রিপ্টো টোকেনের মাধ্যমে আপনি আপনার উপার্জিত ইনকাম আপনার পকেটে নিতে পারবেন । এগুলোর মধ্যে অনেক প্রসেস রয়েছে যেগুলো বিভিন্ন টিউটোরিয়াল ইউটিউবে অথবা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন ।
নিয়মিত পোস্ট করতে হবে এটি যত বেশি করবেন তত বেশি আপনার ইনকাম হবে কারণ । আপনার পোস্ট করার সাথে সাথে আপনার চ্যানেলে থাকা সাবস্ক্রাইবার আপনার পোস্টটি পড়তে আসবে । পোস্টটি পড়তে আসলেই সাবস্ক্রাইবার রা এড গুলো দেখতে পারবে। এড গুলো দেখার মাধ্যমে আপনার ইনকাম বেড়ে যাবে । যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার রা ভিজিট না করে তাহলে কখনোই আপনার ইনকাম আসবে না ।
এই পদ্ধতিতে আপনি যদি ভালো পরিমাণ সাবস্ক্রাইবার থাকে তাহলে মাস শেষে প্রায় দুই আড়াই লাখ টাকা ইনকাম করতে পারবেন । ইনকামের আরো ধাপ জানতে নিচের পোস্টগুলো সম্পন্ন পড়ুন ।
২. টেলিগ্রাম বটের মাধ্যমে ইনকাম
বর্তমান সময়ের বিভিন্ন মাইনিং প্রজেক্ট দেখতে পারবেন । এগুলোক বলা হয় মিনি বট বা মিনি অ্যাপ । এগুলোর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন । এর জন্য প্রয়োজন হবে আপনার একটি টেলিগ্রাম মিনি বট বা অ্যাপ । বর্তমান সময়ে Monetag Telegram Bot রয়েছে যেটি খুবই জনপ্রিয় এবং ভাইরাল । আপনি আপনার বটো ইউজারদের মনিটেগের এড দেখিয়ে নিজে উপার্জন করতে পারবেন এবং ইউজারদের পেমেন্ট করতে পারবেন অ্যাড দেখার জন্য । প্রতি মাসে আপনি আপনার উপার্জন তুলতে পারবেন ।
৩. টেলিগ্রাম পণ্য বিক্রি করে ইনকাম
আপনার যদি একটি টেলিগ্রাম চ্যানেল অথবা গ্রুপ থাকে তাহলে আপনি আপনার পণ্য সেখানে শেয়ার করে বা বিক্রি করে উপার্জন করতে পারবেন । ধরুন আপনার একটি টি শার্ট রয়েছে । একটি বলতে অনেকগুলো রয়েছে একরকম ডিজাইনের শার্টের ডিজাইনটি খুবই জনপ্রিয় । এখন আপনি আপনার শার্ট একটু কম মূল্যে আপনার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করলেন । যদি আপনার সাবস্ক্রাইবার গুলো এই শার্টের প্রতি আগ্রহী হয় তাহলে আপনার শার্ট টি ক্রয় করতে মেসেজ করবে । আপনি আপনার চ্যানেলের শার্ট এর প্রাইস এবং কন্টাক্ট ডিটেলস দিয়ে দিবেন যাতে ইউজাররা খুব সহজেই বা সাবস্ক্রাইবার রাখা খুব সহজেই আপনাকে মেসেজ করতে এবং যোগাযোগ করতে পারে ।
আপনি যেকোনো ধরনের পণ্য টেলিগ্রাম চ্যানেলে বিক্রি করতে পারবেন । যেমন : ডিজিটাল প্রোডাক্ট, টি শার্ট, ইলেকট্রিক প্রোডাক্ট ইত্যাদি ইত্যাদি । বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিজের মন মত এবং সাবস্ক্রাইবারদের চাহিদা মত প্রোডাক্ট বিক্রি করতে পারবেন ।
৪. লিংক শেয়ার করে ইনকাম
লিংক শেয়ার করে ইনকাম বলতে বুঝানো হয়েছে । ধরেন আপনি একটি লিঙ্ক শেয়ার করলেন সেখানে যদি কেউ ক্লিক করে এবং সেই লিংকটি ভিজিট করে তাহলে সেখান থেকে আপনার ইনকাম জেনারেট হবে ।
এই লিংক গুলো কোথা থেকে পাব ?
এই লিংক গুলো আপনার বিভিন্ন অ্যাডস প্রোভাইডার থেকে পাবেন । এই লিংকটিকে বলা হয় ডাইরেক্ট লিংক (Direct Link) । এই ধরনের লিংক প্রোভাইডার অনেক রয়েছে এর মধ্যে জনপ্রিয় হচ্ছে : Adsterra, Monetag সহ আরো বিভিন্ন প্রতিষ্ঠান । এ ডাইরেক লিংক আপনি খুব সহজেই একটি অ্যাকাউন্ট খোলার পর তৈরি করতে পারবেন । এই নিয়ে আপনি হাজার হাজার টিউটোরিয়াল পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলে । যখন আপনার ডাইরেক্ট লিংকে কেউ ক্লিক করবে তখন আপনার ডলার ইনকাম হবে যা আপনি পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে উত্তোলন করতে পারবেন ।
৫. বিভিন্ন ধরনের কোর্স বিক্রি করে ইনকাম
কোর্স বিক্রি করার জন্য অবশ্যই আপনার কাছে একটি কোর্স প্যাকেজ বা ভিডিও থাকতে হবে । যদি আপনার কাছে কোর্স ই না থাকে তাহলে আপনি বিক্রি করবেন কি । যদি আপনি আপনার কাছে বিভিন্ন ইনকামের নলেজ থাকে তাহলে সেই নিয়ে আপনি একটি কোর্স তৈরি করতে পারেন । অথবা ফেসবুকে বিভিন্ন ধরনের কোর্স কিনতে পাওয়া যায় যেগুলো খুবই জনপ্রিয় সেগুলো আপনি ক্রয় করে সেগুলো বিক্রি করতে পারেন । কোর্সগুলো একবার কিনলেই হয়ে যায় বারবার কিনতে হয় না বিভিন্ন প্রোডাক্ট এর মত । এটি একবার কিনলে আপনি আজীবন বিক্রি করতে পারবেন । আপনি বিভিন্ন ধরনের কোর্স ক্রয় করে বা নিজে বানিয়ে বিক্রি করে টাকা উপার্জন করতে পারেন ।
এ ধরনের আরো বিভিন্ন টিপস পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন এবং ওয়েবসাইটের নিচে ইমেইল সাবমিট দিয়ে ফলো দিয়ে রাখতে পারেন ।