কিভাবে টেলিগ্রাম রেফার বট তৈরি করবেন ? টেলিগ্রাম বট কি ? - IT JIBON
টেলিগ্রাম বট কি ?
রোবট এর শর্ট ফর্ম হচ্ছে বট । রোবট যেমন কোন কমান্ড বা কোডের মাধ্যমে অটোমেটিক চলে বা কোড অনুযায়ী কাজ করে । তেমনি টেলিগ্রাম বট কোনো কমান্ড বা কোড অনুযায়ী কাজ করে । রোবট আমরা বাস্তবে দেখতে পারি কিন্তু টেলিগ্রাম বট দেখতে পারিনা । কারণ এটি একটি মেসেজিং সিস্টেম যেখানে আপনার যে কোন সেট করা কমান্ডের উত্তর অটোমেটিক দিয়ে থাকে । কথার কথা ধরেন আপনি বটে কমান্ড দিয়ে রাখলেন । Hi বললে কেউ অটোমেটিক বট থেকে Hello চলে যাবে । তাহলে বুঝতে পারছেন যে কেউ হাই লেখলে বটে অটোমেটিক হ্যালো লিখে পাঠাবে । এই সিস্টেমকে টেলিগ্রাম বট বলা হয় ।
টেলিগ্রাম রেফার বট কি কাজ করে ?
আমরা রেফার বলতে কি বুঝি । কোন কিছু শেয়ার করলাম এবং সেখানে জয়েন হলো আমার মাধ্যমে সেটিকে রেফার বুঝি । এখন টেলিগ্রাম রেফার বট এমনই ধরা গেলে । রেফার বট হচ্ছে একটি কমান্ডের মাধ্যমে বটটি চালু করা হয় । চালু করার সাথে সাথে একটি চ্যানেলের বা একাধিক চ্যানেলের লিংক চলে আসে যেগুলোতে জয়েন না হলে বটটি কাজ করবে না । এই রেফার সিস্টেম বটটির মাধ্যমে মানুষ তাদের টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপের মেম্বার সংখ্যা বাড়িয়ে থাকে । আজকে আমি আপনাদের কিভাবে এই কোড সংগ্রহ করবেন তা দেখাবো ।
টেলিগ্রাম রেফার বট কোড নিচে দেওয়া হল ↓
আসলে দেখুন ব্লগার এর কিছু গাইডলাইনস এর জন্য এখানে সম্পূর্ণ কোড দেওয়া সম্ভব নয় । তাই আমরা একটি ফরম নিচে দিয়েছি । ফর্মটিতে আপনার যেই ভিডিওটি দেখেছেন সেটির লিংক এবং টেলিবট ক্রিয়েটর এর তৈরি করা একাউন্টের ইমেইল আর হচ্ছে আপনার ইমেইল দিতে হবে । সম্পূর্ণ ফর্ম দিয়ে পূরণ করলে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আপনার টেলিবটে ক্রিয়েটরে (Telebot Creator) এই কোডগুলো চলে যাবে বা সম্পূর্ণ বট কোড ↓
সম্পূর্ণ টিউটোরিয়াল ইউটিউবে দেখতে পারেন ✓
এই পোস্টটা কিভাবে বট তৈরি করবেন তা দেখানো হয়নি । শুধু বট কোড শেয়ার করা হয়েছে এবং কিছু টিপস দেয়া হয়েছে । আমাদের ইউটিউব চ্যানেলের নাম : InstantWare নামের উপর ক্লিক করলে ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে সেখানে ভিডিও পেয়ে যাবেন ।