ইতিহাসের বৃহত্তম ডিজিটাল চুরির শিকার বাইবিট এক্সচেঞ্জ প্লাটফর্ম । চুরি হয়েছে প্রায় ১৫০ কোটি ডলার

ইতিহাসের বৃহত্তম ডিজিটাল চুরির শিকার বাইবিট

ইতিহাসের বৃহত্তম ডিজিটাল চুরির শিকার হয়েছে জনপ্রিয় ডিজিটাল এক্সচেঞ্জ প্লাটফর্ম বাইবিট (Bybit) । চুরি হয়েছে প্রায় ১৫০ কোটি মার্কিন ডলার । যদি পাউন্ডে হিসাব করা হয় তাহলে প্রায় ১.১ কোটি বিলিয়ন পাউন্ড । 


ব্যবহারকারীদের অর্থ ফিরিয়ে দেওয়ার আশ্বাস 

ব্যবহারকারীদের সম্পদ বা অর্থ ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বাইবিটের সিইও বেন জেন ঝোউ । তিনি বলেছেন ব্যবহারকারীদের কোন ক্ষতিপূরণ দিতে হবে না এর জন্য । তাদের অর্থ সম্পূর্ণরূপে তাদের একাউন্টে ফিরিয়ে দেওয়া হবে । বর্তমান বিটকয়েন এর বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এর  দ্বিতীয়তে রয়েছে ইথেরিয়াম যার মূল্য হ্যাক হওয়ার পর কমে গিয়েছে প্রায় ৪ শতাংশ । গত শুক্রবার এর মূল্য ছিল প্রায় ২৬৪১.৪২ ডলার ।

দেউলিয়া হবে কি এই সংস্থা 

বাইবিটের সিইও বেন জেন ঝোউ জানিয়েছেন তাদের সংস্থার অর্থনীতি স্থিতিশীল । তাদের ফান্ডে প্রায় ২০ বিলিয়ন ডলারের বেশি সম্পদ রয়েছে । তাদের সংস্থার রয়েছে প্রায় ৬০ মিলিয়নের বেশি সদস্য বা ব্যবহারকারী । তিনি ব্যবহারকারীদের আশ্বাস দিয়েছেন যে তাদের ক্ষতিপূরণ সম্পন্নরূপে দেয়া হবে । তাদের হ্যাক হওয়া দেড় বিলিয়ন ডলার আনা সম্ভব নাও হতে পারে তবুও তারা নিজেদের অথবা ঋণ নিয়ে ইউজারদের ক্ষতিপূরণ পরিশোধ করবেন । 


এই তথ্যটি শুধু শিক্ষার জন্য

Next Post